# #
স্বপ্ন ঘুড়ি লীলাবতীর আকাশ ফুড়ে উড়ে
ভগ্নবীণায় সুর ছড়িয়ে কাঁদছে অতীত দূরে ।
রঙ্গীঁন ডানার প্রজাপতি কল্পপুরীর লোক
তাহার মতই রঙ্গীন ছিল আমার দু'টি চোঁখ ।
আমারও এক নদী ছিল
ছল ছলানো ঢেউ
এপার ভাংগে ওপার ভাংগে
গড়ার নেইতো কেউ !
তারায় তারায় ভরা ছিল
আমার আকাশ নীল
পুবান হাওয়ায় সুখ পাখিটা
গাইতো অনাবিল ।
হলদে পাখায় উড়তো পাখি
আমার আগামী
সেই যে আমি কোথায় গেছে
আজকে কে যে আমি ?
পেতাম যদি অতীতটাকে
রাখতে রঙ্গীন খামে
নিলাম হত সেই দিন গুলো
হিরে মতির দামে ।
তোমার বাড়ীর বাঁশির সুর
আমার রঙ্গীন সুখ
অতীত আমায় হাত ছানী দেয়
নিতুই ভাঙ্গে বুক !
অতীত আমার অতীত তোমার
সুখের স্বপ্ন পুরী
আমরা সবাই লাটাই সুতো
অতীত রঙ্গীন ঘুড়ি ।।