আমায় উত্থিত করে চেতনার মেঘ
চোখে তার উড়োর নেশা , দিগন্তে বিভোর
সবুজের বুক চিরে পাহাড়ে নিসীম
নির্ঝর , ফুল-পাখি , দেশ-মহাদেশ ।
কোথাও রোদের মুখ চুমে শীতলতা
বিদর্ভ নগরী থেকে ধূলোমাখা পথ
যে নারী দিঘল চুলে দোলায় খোঁপা
বুকে তার তৃঞ্চার ঝর-মুখে হাসি ধরে -
শহুরে গলি থেকে কোনো পানশালা
যে নদী হারায় গতি পথ বিভ্রমে !
ঘন কাকর পোক্ত পাহাড়ের বুক
রাতের গন্ধ মুছে জেগে ওঠা মুখ ;
কালের ঘোড়ার মত ঘড়ির কাটা
ঘুরে ফিরে চোখা-চোখি হয় তারে দেখা ......
কুমারী বসন্ত যেন মুখ তার কুহুকিনী
ডেকে চলে অহর্ণিশ , মায়ার সুভাস
অনুকম্পার অনুগামী হিমেল বাতাস !
****১৫/২/১৮**