নিরব দর্শকের মত দাঁড়িয়ে থাকে রাতের মিনার
উজ্জল স্নাত আভা , একফালী যৌবনা চাঁদ
সোমার্ত যৌবন দাঁড়িয়ে ডাকে আমায়
আর আমি বুনে যাই আগামীর কবিতা ।
বিষণ্ণ প্রহর কেটে যায়
ফিরে আসে প্রশান্তি
মিঠে যায় সবটুকু অবস্বাদ, ক্লান্তী
কাব্যের জমিনে আমি অবোধ কৃষক
তবুও বুনে যাই আশার শ্লোক ।