আবার হাসবে এই সুন্দর ধরা
নাড়বে নতুন দিন মানুষের কড়া ,
ভেসে যা্বে সব দুঃখ সব ব্যাথা ফের
কলরোল জেগে রবে যত মানুষের ।
অমানিশা কেটে আসে সোনালী প্রভাত
সুখে দুঃখে এসো তবে হাতে রাখি হাত
সুখে কভু হয়নিক এই সংসার
হাসি আর কান্নাতে গত বহুবার ।
বাঁধার পাহাড় ভেংগে এগুতেই হয়
শত দুঃখ বেদনা্তে যেন না ভুলি খোদায়
সবরে বাধি বুক ; ডাকি স্রষ্টায়
পৃথিবীর সুখ দুঃখ তারি ইশারায় ।
হতাশার মাঝে আছে আশা অফুরান
অতীতের চেয়ে ভাল আগামীর টান ,
যাদের হৃদয়ে থাকে আল্লাহর ভয়
ভয়কে তারাই শুধু করে নেয় জয় ।
দুঃখের পরে আসে সুখ মাখা দিন
মনের জমিন হয় আরো রঙ্গিঁণ ,
দুঃখ দেখে কভূ আর করিও না ভয়
পাহাড়ও কাঁদে বন্ধু দেখ ঝর্ণায় ।
সেই তো বিজয়ী হয় স্থির যে বিপদে
সবরে অটল থাকে- নয় কোন জিদে ,
সীসা ঢালা মন যার - অটল প্রাচীর
খোদার মদদে থাকে সদা স্থির ।