কখনো আকাশ নীলে ভেসে ওঠে
অবিকল মুখটি তোমার
ছুটি নেওয়া পৃথিবীর হিসেবের দিন গুজরান ,
নক্ষত্র আকাশে আঁকা নির্জলা যাপিত জীবন -
আমিই অবোধ এক- শুষক, নিসাড়
লোভোল্টে জ্বলা বিজলী বাতি
অক্ষমতার ঢেউ টানি ;
প্রেমহীন লোডশেডিং সারাটি জীবন ।
বেশ ভাল আছো তুমি-
ডানামেলা প্রজাপতি ,
গাঢ় সবুজের মুখ , লাজুকের হাসি -শিহরণ
অথচ নুনের ঘ্রাণে সিক্ত আমার ললাট
ক্লান্তির অবসর নেই; কাঠফাঁটা রোদের মাতম ।
তবুও খোলা রাখি বুকের বোতাম
পুস্পাঞ্জলী মাখা পূবান বাতাস
একমুঠো শীতলতা বৃষ্টির মুখ
টুপ টুপ ভেজাবে যদি চৈতালী বুক.........।
আজকাল তোমার স্মৃতি খুব বেশি টানে-
নির্ঘুম দু'টি চোখ সিটি দেয়া ট্রেন
অজস্র চুম্বণ রেখা- সেই সব নির্জণ নির্মাণ
নীল প্রজাপতি উড়ে - রাত্রীর মন ।