এমন ভাঙনের মুখে – ক্লান্তির রোদের গরল
যেওনা একাকী অই গহীন অরণ্য –আঁধারে
যদি চাও এনে দেব হিরে-মোতি , মুক্তোর হার
সমুদ্রের তল থেকে একমুঠো মুক্তোঝিনুক
গড়ে যদি চাও , তাও এনে দিতে পারি-
তাজমহল – প্রেমের কুসুম
হেমন্তের বিকেলটাও ; সোনামাখা রোদের উঠান ।
অনামিকা , ভালবাসা কারে কয় সখি ?
তুমি নদী হও ; বহমান স্রোতের মতন
আমিই ধূসর ডানার চিল ;
একাকী গগন মাঝে খুঁজি তোর মুখ অবিরল ।
এখনো বিকেল হয় স্নিগ্ধ গন্ধ মেখে
ঘরে ফেরে গাঙচিল , বকদের শুভ্র ডানা......
আমিতো ঘর ছাড়া এক ক্লান্ত বাউল
ভালবাসা খুঁজে ফিরি পথ থেকে পথে ।
অনামিকা ফিরে এসো-
ফিরে এসো এইখানে ফের ,
যেইখানে স্মৃতি রয় তোমার-আমার
যেইখানে থেমে যায় জীবনের ট্রেন ।