শ্বেত শুভ্র শাড়ীর আঁচল বিছিয়ে গগনে
মেঘের কোলে মেঘ উড়িছে পবনে,
লাল বেনারশি পরে হলুদের গায়ে
বাসরে চলে ওরা নিঃশব্দ পায়ে ।


লজ্জায় লাল যেন রক্তিম সূর্য্য
কালো মেঘ চলে যেন যায় রণতুর্য্য !
মেঘেরা এলিয়ে পড়ে মেঘের কোলে
বাসরের প্রেয়সী যেন আনন্দে দোলে !


কপোত -কপোতি উড়ে মেঘের ডালে
সকালে শিশির জমে ঘাসের চালে
মুক্তোর মতন জ্বলে শিশির কণা
বাসরের প্রেয়সী যেন-হাসে কাঁচা সোনা ।


মেঘেরা ছুটিছে ঐ মেঘের বাসরে
চুমিছে আকাশের বুক পরম আদরে
এমন দিনে মন রয়না তো ঘরে
মেঘদের মত তাই উড়ু উড়ু করে !