পুঁড়ছে পৃথিবী মাটি ও মানুষের মুখ
নিস্তব্দ রাতের নিরবতা ভেদি ছুটে আসে বুনোশুয়োর
আগুন মুখো ডাইনোসরের মত গিলে খায় জীবন্ত মানবদেহ ;
নিমিশেই ছিন্নভিন্ন হয়ে যায় সাজানো সংসার
অবোধ শিশুর রক্তাক্ত মৃতদেহের মিছিল
রক্তপিচ্ছিল গাজার প্রতিটি মৃত্তিকার কণা
বিরাণ বসতি সুখের ঘর !
রক্তের ফোয়ারায় সিক্ত শিশু ও নারীর মায়াবী মুখ
খোদার আরশের প্রতিটি ইট যেন রক্তিম রঙ্গেঁ রঞ্জিত
পৃথিবীর প্রতিটি শান্তির শহর-
এক একটি গাজা ফিলিস্থিনের রক্তসিক্ত ভূমি
রক্ত নখরে তৃপ্তির ঢেকুর তুলে কাপালিক নেতানিয়াহু
নেংটি ইঁদুরের মত উম্মাক্ততার বিষ ছড়ায় বৃদ্ধ শ্যারনের প্রতাত্না ।
রক্তে রক্তে রঞ্জিত হয় ফুলের মত শিশুদের অনাবিল মুখ
শোকের মাতমে কাঁদে খোদার আকাশ ;
ধ্বংস নিনাদের কি উন্মাক্ততা ! শয়তান সূচি’র সে কি উল্লাস
বসরার শুভ্র গোলাপগুলো কবেই নিঃশেষ
নিঃশেষ প্রায় নীলনদের শান্ত বুকটিও ;
জ্বলছে আরাকান ,মিশর,সিরিয়া ও আফগান ।
আরাকানের শান্ত উপত্যকা যেন মৃত্যুপুরি
শুয়োর মুখো ড্রোনের আঘাতে পিষ্ট মানবতা
জাতিসংঘ মায়াবি চোঁখে চায়
নিরাপত্তা পরিষদের টেবিলে বসে কি নিদারুন বিবৃতি শোনায় !
জেগে জেগে ঘুমায় আরবলীগ, ওআই সি তো মৃতপ্রায়
জ্বলন্ত পৃথিবীর বুকে শরনার্থী শিবিরের তাবু ফেলে
ছাড়ে স্বশ্তির নিঃশ্বাস ,
মানবতার চিড়িয়ারা মুখ লুকায় কোন ছলে হায় !
মানবের পান্ডুলিপি জ্বলে নেতানিয়াহু সূচি’র চিতায় !!