* *
হিয়ার মাঝে লুকিয়ে রাখো
লুকিয়ে রাখো বুকে ,
বসন্ত রোজ লাগুক প্রাণে –
ফুল ফুটুক -টুক টুকে ।
হলুদ খামে চিঠি দিও
গাঁদার পকেট ভরে
সর্ষে ফুলের বেণী নিও
দীঘল খোঁপায় পড়ে ।
সন্ধ্যা বেলার আবির নিও
সারা গায়ে মেখে
অতীত দিনের মায়ের মুখটি
পড়বো তোমায় দেখে ।
কলসে কাঁখে জলকে নিও
নরোম ঘাসে হেঁটে ,
হাত দু’খানা রাঙ্গিয়ে নিও
মেহেদি পাতা বেটে ।
গরম ভাতের ভাঁপটি নিও
উঁনুন মুখে বসে ,
হারিয়ে যদি যাই কখনো
খুঁজবে গাঁ টি চষে ।
সবুজ ঘাসের নোলক নিও
দুলপি ঘাসের ফুল ,
মাথায় নিও গোলাপ গুঁজে
কলমি লতার দুল ।
ঘুঘুর সাথে কাটিয়ে দিও
বিজন দুপুর বেলা ,
ফেসবুকটা ভুলিয়ে যেও
কুড়িয়ে মাটির ঢেলা ।
হৃদয়টাকে করিয়ে নিও
ধূলোমাখা পথ ,
সে পথ দিয়ে পথিক হব
ছড়িয়ে সুখের রথ ।
না হয় তোমার সকাল হবো
শিশির ভেজা ভোর ,
দেখব তোমার মুখটি প্রথম
খুলবে যখন দোর ।
রাতের বেলা স্বপন হ’য়ো
দূর গগনের তারা ,
যুগ যুগান্ত পথের প্রান্ত
উঠুক নতুন সাড়া ।
ক্লান্ত যদি হও কখনো
জুড়িয়ো শীতল বায়ে,
রোজ যেখানে আলো ছড়ায়
জোনাক পোকার গায়ে ।
লুকিয়ে রেখো হৃদয় মাঝে
লুকিয়ে রাখো মনে ,
নিঝুম রাতের চাঁদের মত
নিরব কেয়ার বনে ।