*** ***
পৃথিবী কুড়োয় আজ যত অভিশাপ
ধ্বংস স্তুপ দেখি ত্রাসে ও লাশে,
এখানে , ওখানে , আলো ঝলমল সব শান্তি নগর
বন্ধিখানা যেন মানুষের দোর ।
বসন্ত বিবর্ণ আজ নক্ষত্র আকাশে
মৃত্যু দূত হাসে বিমল বাতাসে,
থেমে গেছে মানুষের সব কোলাহল
স্তব্দ দুনিয়া আজ , চোখ ছল ছল ।
লাশের মিছিল যেন না থামার পণে
ইয়া নাফসির ছায়া ফেলে প্রাকৃতিক রণে ,
যুগে যুগে এভাবেই ধ্বংস ধরায়
আদ- সামুদ কত জাতি গত হয় !
নুহের প্লাবণ কিংবা লুতের জাতি
নিমিশেই নিভে যেন দুনিয়ার বাতি ,
বিশ শতকে একি ধ্বংস শোনায়
স্তব্দ দুনিয়া আজ ফের করোনায় ।
এত লাশ এত কফিন কিভাবে সহে
ইতিহাস ক্লান্ত, আহা! কিভাবে বহে?
নামাও প্রভূ তোমার রহম ধারা
ক্ষমিও মোদের সবে ; অবোধ যারা ।
বড্ড ক্লান্ত আজ পৃথিবীর চাষ
চাই না বেদনা কভু মানুষের লাশ ,
নামুক বৃষ্টি তব রহমে খোদার
পুলকে নাচুক ধরা ,খুলে সব দ্বার ।