কোথাও রাত্রী এমন নক্ষত্রের তলে
থেমে যায় কলরোল সব জনস্রোত
ক্লান্ত পৃথিবী ঘুমায় ; ডানামেলা রোদ
হাড়ভেঙ্গে জেগে রয় নির্জণ মাঠ
নির্ঘুম রাত জাগা পেচাদের মুখ
জেগে ওঠে মনোহরি পৃথিবী আরেক ।
হয়তো জলের মুখ আনত আপন
চুমিতেছে প্রভা তার – চাঁদের কিরণ
অরণ্যে অজস্র ফুল তারার গগন
মেঘের আলাপি ঠোঁট নিশার লগন –
কোথাও মাঠের পরে ঝিঁঝিঁদের ডাক
জোনাকিরা খুঁজে চলে কবিতার ঝাঁক
চাঁদের স্নিগ্ধ আলো ধুয়ে দেয় বেশ
গড়ে ওঠে সভ্যতা , দেশ- মহাদেশ ।
হাজার বছর ধরে পৃথিবীর পথে
ডাকিতেছে কেহ যেন দাঁড়িয়ে তফাতে ;
মরেও জেগে ওঠা ,রাত্রী যেমন-
কায় –ক্লেশে প্রণীত মানুষের মন ।
কোথাও রাতের মুখ নক্ষত্রে বিভোল
নির্ঝর নির্মাণে আঁকে মমতার কোল ।।