খুঁজে ফিরি তোমাকে দিন -প্রতিদিন
আঁধারের মত গাঢ় পলিমাখা চরে
সবুজ ঘাসের বুকে গন্ধ নিঃসীম
বুনোহাঁস ঘুঘুদের মায়াবী ডানায়
রাত্রিরা জেগে ওঠে চাঁদের মায়ায়
জোসনার আলোকণা ঝরে রিমঝিম
জাহাজের বাতিঘর জ্বলে টিমটিম ।।
ভোরের শিশিরে খুঁজি, ঘাসের ডগায়
শিশুকাল খেলাকরে মাছের ডানায়,
মায়ের শিকায় খুঁজি মুড়ি মুড়কি
এইতো সেদিনও ছিলে : তাও দূর কি !
দিঘল কালো কেশে এলিয়ে খোঁপা
স্নিগ্ধ শীতল ঠোঁটে চুমো তারি রুপ
মাছুয়া কোড়ার যেন ডুব টুপটুপ ।
ধান ক্ষেত সোনামুখো পিন্দিছে টোপর
বিজুলির মুচকি হাসি- কার্তিকের ভোর ।
খুজে ফিরি দিন -রাত
নিলীমার রুপ
জল আধো দিঘী জলে
মাছরাঙ্গা ঝুপ !
শিমুল পলাশে আঁকা
তুমি সবিতা
না হয় তোমাকে দিলাম
নাম কবিতা ।।