তোমাকে ছুঁইবো বলে
ছুঁইনি গোলাপ
সামনে দাড়িয়ে থাকে
মহা প্রাচীর এক ।
বেদনার বৃদ্ধ বেড়াল উন্মনা চোখ
প্রগতির তেজি ঘোড়া খোঁজেনা সিমানা
যোজন যোজন দূরে
তোমার আকাশ ।
তোমাকে ছুঁইবো বলে
ছুঁইনি আকাশ
চোখের তারায় নাচে
বসন্ত বাতাস ।
অবাক পৃথিবী জাগে স্বস্থিরর খোঁজে
বুকপকেটে রাখা মরা এক চাঁদ
হারানো প্রেমিক খোজে জমে রাখা চিঠি
বার বার পাঠ করা হারানো এক স্মৃতি ।
গোলাপ খুঁজিনি কভু তোমার মোহে
নিকোষ আধারের বুক নদী ও নারী
তার খোঁজে হেটে চলি
সবে নভঃচারী ।