স্বপ্নের সিঁড়ি গুলো আজ
ভেঙ্গে ভেঙ্গে হয়েছে চুড়
হাসতেও ভুলে গেছি তাই
আনন্দ ইনজয় সে তো বহুদূর ।
সাদা ধপধপে সার্টখানাও ময়লাতে রঙ ভূলেছে
অতি পরিচিত বন্ধুরাও আজ মুখফিরিয়ে নিয়েছে
যারা এতদিন আমার লাগিয়া
ভালবাসা উজাড় করেছে ।
বাবা মা আর ভাই বোনদের
নিরন্তর্ -হা হুতাশ
প্রিয় মানুষটিও বারে বারে দেয়
দারুন ঝড়ের আভাস !
আর আমি হাটিতেছি -গলি থেকে গলি
কর্মখালী নিয়োগের বিজ্ঞপ্তী খুঁজে
নিজেই নিজের নিয়তির সাথে
অন্তহীন যাই যুঝে ।
ক'দিন হল গিন্নীর চুলোয়
চড়েনা সাধের হাঁড়ি
বুকে বিধে(ব্যাথার)ঢেউ,দেখেনা তো কেউ
দূরে থাক বাড়ী-গাড়ি !
কত যে পথ হেটে হেটে তাই
হাঁফিয়ে উঠেছি আজ
দু'দন্ডও বসার মত নেই এ পথে
কোন ছায়াদার গাছ ।
এমনি চলিছে জীবনের রথ
নিস্তার নাহী তার
চলিতেই হবে এমনি করিয়া
আকাবাকা এই পথ !