# #
ভালবাসে নদী যারা
ভালবাসে ফুল
ভালবাসে মাতা পিতা
নবী ও রাসুল ।
ভালবাসে ভাই বোনে
ভালবাসে মাঠ
ঝিলিমিলি চাঁদ-তারা
জীবনের পাঠ ।
ভালবাসে দুখীজনে
ভালবাসে হাসি
গোলাপের পাঁপড়িকে
সুখ রাশি রাশি ।
সবরে অটল মন
শত বিপদে
মানুষের পেরেশানে
মন যার কাঁদে ।
আর যারা ভালবাসে
মানুষের মন
নিজেকে বিলিয়ে হাসে
মোমের মতন -
আলো হয়ে আলোকিত
করে দুনিয়াকে
পৃথিবী স্বজন স'বে
তাকে শুধু ডাকে ।
এমন মানুষ চাই
গড়তে স্বদেশ
পরের ভালোতে যে
নিজে হয় শেষ !
আধাঁরের দীপ হয়ে
যে জন জ্বলে
মরনেও হাসিবে সে
ধরাধাম তলে ।