আজো শুনি সেই দিগন্ত নীলে
ডাক আসে জাগিবার ,
সুপ্ত বিহারী জেগে ওঠো ফের
ছিনে নিতে অধিকার ।
দেশে দেশে চলে শোষণ- পীড়ন
মানুষের হাহাকার ,
সভ্যতায় আজ পাষাণ নাগিনী
প্রাণ করে সংহার ।
যুদ্ধ নামের কেউটে দানব
পুঁড়ে দেয় কঁচি মুখ ,
নিঠুর যৌতুক এখনো কাঁদায়
কেড়ে নিয়ে সব সুখ ।
মানুষে মানুষে নেই বন্ধন
মানুষের হাহাকারে –
দেশ – মহাদেশ , খোদার দুনিয়া
বিনাশ স্বৈরাচারে !
ফুলের মত নারী শিশুরা
কেঁদে মরে যাতনায়
আজিকার যিশু ফাঁসিতে কাঁদে,
প্রগতির চেতনায় !
যালিমের দাপটে খোদার দুনিয়া
অনাচারে বেসামাল ,
এভাবেই কি মানুষের রক্তে
মুছে যাবে এই কাল !
জাগো মানুষেরা সৃষ্টির সেরা
জাগো নিপীড়িত জন ,
জ্বলে পুঁড়ে হোক ছার-খার যত
শোষকের মধু ক্ষণ ।
জাগো নিপীড়িত , জাগো মানুষেরা
মুক্তি সেনারা যত ,
যুদ্ধ নামের ধ্বংস বিনাশে-
দূর হোক এই ক্ষত ।।