** **
হে প্রিয় রাসুল তোমার বিরহে
কাঁদে দুনিয়া , কাঁদে বিরহি মন ,
এখনো ধরায় শোষণ – ত্রাসে
কাটে ইবলেশি ক্ষণ ।
মানবতা কাঁদে দেশে দেশে আজ
মুক্তি মিছিলে হায়-
শান্তি মুক্তির বারতাবাহী
কত বিপ্লবী যায় !
তোমাকে ছাড়িয়া কতযে ইজম
তন্ত্র মন্ত্রধারী
বাড়িয়েছে শুধু বেদনার দিন
মানুষের রোনাজারি ।
কিযে ছিল তোমা দেখানো সে পথ
বিজ্ঞান মানে আজো হার
সমাজপতি-পূজিপতিরা
আরো আছে যত স্যার !
অশান্তির অনলে পুড়ে দুনিয়া
দেশ থেকে মহাদেশে ,
তোমায় ছাড়িয়া শান্তি খুঁজিয়া
কত মতবাদ গেছে ভেসে ।
হে প্রিয় রাসুল আজো কাঁদে বুক,
মজলুম জনতা হায় –
সারা দুনিয়ায় জালিমের দাপটে
দ্বীন নিভু নিভু প্রায় !
এখনো হেথায় মানুষেই করে
মানুষের ইবাদত-
মানুষের তরে মানুষের গোলামী
শয়তানী ইমারত ।
এখনো এ ধরায় পন্য হয়
পূন্য ধন্যি নারী
অবিরাম চলে বিদা’ত কুফুরি
বে-দ্বীনের কারবারী !
মানুষ মানুষে সাম্য কোথায়
মানুষের অধিকার ?
শাসক যেখানে নিজেই শোষক
পৃথিবীর অনাচার !
যেখানে আজো অনাহারী জন
পিষ্ট হয় মহাজনে-
রাজ্য লোভিতে যুদ্ধবাজী
নারী শিশু মরে রণে !!
মানুষে লাগিয়া মানুষের গোলামী
খোদা তা’লার অপমান –
আজো চলে সারা বিশ্বমাঝে
ফিরাউনি ফরমান ।
হে প্রিয় রাসুল তোমার বিরহে
দুনিয়া কাঁদিছে মরি
তোমার আদর্শের পথ ধরে ফের
দরিয়ায় ভাসুক তরী ।
নুহের কিস্তির মতই আসুক
মহাপ্লাবন এক-
ধুয়ে মুছে যাক সকল গ্লাণী
কেটে যাক সব মেঘ ।
নতুন পৃথিবী হাসুক সুখে
জুলুমের অবসনে
নবজীবনের বিজয়ের গীত
গেয়ে যাক জনে জনে ।।
(শুভ্র পাঁপড়ির ক্যানভাস পান্ডুলিপি থেকে )