ফিরিয়ে দাও ঐ অরণ্যকে
আমার সবুজ বুক
ফিরিয়ে দাও ঐ পাখির কূহুক
আমার রাতের সুখ ।
আত্নাবিহীন ঐ প্রগতির
ইটের ভাঙ্গা পাঁজর
কেড়েনেয় শত সবুজ শ্যামল
সোনালী সুখের ভোর ।
ফিরিয়ে দাও ঐ অরণ্যকে
সবুজ হরিৎ বন
আগামির তরে ইতিহাস বুনুক
স্বপ্নপূজারী মন ।
ফিরিয়ে দাও ঐ স্বপ্নচারী
মানুষের অধিকার
ফুল ফসলে ভরে উঠুক
পৃথিবীর সংসার ।।