এবার তবে ফেরার পালা হল
মাঝি তোমার জলের নোঙর তোল,
দিগন্তে আজ হাসে ঊষার ভোর
কিংবদন্তি খোল তোমার দোর ।

দিকভ্রম এক নাবিক ভাসায় ভেলা
ভাঁটির সুরে বসায় গানের মেলা,
ডাকছে তোমায় পূর্বাশার এক আলো
বাংলা মায়ের রুপের ঝলমল !

দুপুর যেন রোদের আপন কুল
রুপোল মাছ দেখায় নাকের ফুল
সবুজ ক্ষেত দোলায় সবুজ শাড়ী
মেঠো পথে কাহার সাথে আড়ি !

ইটের  পরে ইটের পাঁজর থেকে ;
যেথায় তোমার কোমর গেছে বেঁকে
এসো এবার ঘাস পাখিদের বাড়ী
যেথায় তোমার পুঁতছে কেহ নাড়ি ।

ছলাৎ ছলাৎ ঢেউয়ের পরে ঢেউ
হিমেল বাতাস আপন যেন কেউ,
মুক্ত বিকেল পাখির ডাকা-ডাকি
বাংলা মা কে আপন মনে আঁকি ।


হিজল-বকুল, তমাল বীথির তল
মায়ের আদর ফেলছে চোখের জল,
ফরমালিনে পুঁড়ছে আপন ঘর
ধানের দেশে নিজেই নিজের পর ।

বাতাস কেন বিষের বাস্প আজ
বিষণ্ণ আজ রুপের কারুকাজ ?
দুধের মত ফটিক নদীর জল
দূষণ মেখে অশ্রু ছল্ ছল্ ।

হাইব্রিড এক জীবন নদীর গতি
থমকে দাঁড়ায় বিবেক নামের মতি
সময় যেন পিছন দিকে হাঁটে
ফিরতে হবে, সুয্য নামে পাটে ।

এবার তবে ফেরার পালা হল
সামনে আলো ; দুঃখের কথা ভোল
ফিরতে হবে আপন সুখের ঘরে
স্বপ্ন উড়ে পাখির ডানায় করে ।।
*** ০৩/০২/২০১৮***