বাতাসে প্রেমের ঘ্রাণ-দূরাগত ডাহুকের ডাক
ফিরে ফিরে যায় মন ,চুলে তার মাতাল সুবাস
রুমাল ফেলে এসেছি সেই কবেকার বিকেলে
হিমেল বাতাসে দোলে মন তার ; বহুবার
লালপেড়ে শাড়ীর মতন ।
হেমন্তের কৃষাণেরা বিকেলের গন্ধ মাখে
সোনালী ধানের বোঝাঁয়
তখনো দেখেছি তারে-একাকী পুকুর পাড়ে
কিশোরী কলমি দোলে ; শিমুলের আভা যেন -
উড়ে তার লাল ওড়না ।
জানি না সে কত দূরে ? তবু কেন মনে পড়ে !
দূরাগত কোন কোলাহল-
কে যেন চুপি স্বরে ডেকে যায় নাম ধরে
ফেলে গেছো হাতের রুমাল......