# #
জীবনের পরতে পরতে যবে দারুন হতাশা
নিঠুর কালের করাত ছাড়ে অগ্নিগিরির প্রজ্জল লাভা
ঘুমোতে পারিনা , সারা রাত যায় নির্ঘুম
ধক ধক করে বুক ; মরুসাহারা ।
বৈশাখী ঝড়ের ঝাপটা দিয়ে যায়
শান্তির পায়েরারা –
যুবতির নিটোল বুক ; লিপিস্টিকের আলতো ছোঁয়া
চঞ্চল হরিণী আঁখি শুধু আলেয়া !
বেদনার ঘাসফুল মেঠো পথ আঁকা
সমুদ্র সফেন যেন বরফে ঢাকা !
ক্লান্তি ভীষণ যেন শুধু ক্লান্তি
গভীর আবেগে একটি সিজদা-
হিরন্ময় সব কিছুই গভীর নিরবতা,
ভরে বুক মহাসুখ একমুঠো প্রশান্তি ।