# #
....................
এখন তুমি গহীন রাতে স্বপ্ন আঁকা নদী
নীল আকাশের আকাশ নীলে
ছুটছো নিরবধি !
বন্ধি আমার স্বপ্ন সুখ তোমার কাজল চোঁখে
পথহারা এক পথিক আমি
পাগল বলে লোকে ।
এখন তুমি বাসন্তিকা ভরাট ফলে ফুলে
ফাগুন হাওয়ার আগুন ছড়ায়
আমার হৃদয় মুলে !
এখন তুমি জোসনা রাতের
হাজার কল্প কথা
চৈত্র মাসের কাঠফাঁটা রোদ
আমার মনের ব্যাথা ।
এখন তুমি স্বপ্ন পূরি
সুখেই কর ঘর
আমার সুখের জমি-জমা বিরান নদীর চর ,
এখন তুমি কোকিল কুহুক
ময়না টিয়া তোঁতা
তোমার দেওয়া ব্যাথায় আমি
মরা নদীর সোঁতা !
এখন তুমি কাল বৈশাখী
আমার মনের ঝড়
তোমার সুখের পাষাণ নদী
ভাংছে আমার ঘর ।
এখন তোমার জীবন কানন
ভরা ফুলে ফলে
আমার হৃদয় আষাঢ়- শ্রাবণ
চোঁখের লোনা জলে !
এখন তুমি ভোরের শিশির
মুক্তো দানার হাসি
তুমি বাস নাইবা বাস
আমিই ভালো বাসি ।।