কতদিন দেখিনা তোমায় –
প্রতীক্ষার প্রহর গুনে গুনে থিতু হয়েছে চাঁদের যৌবন
আষাঢ়ের ঝর ঝর বরিষায় বাজে কার নূপুর ধ্বনি
টুপ টুপ হিজল কদম শাখে
খুঁজে ফিরি তোমার পরশ-
এক ঝাঁক ধানশালিক প্রেম ছড়ায় সবুজ মাঠে
রোদেলা দুপুরগুলো জ্বলে ওঠে
রঙ্গীন আরো রঙ্গীন হয়ে ওঠে কৃষকের চাষের জমিন
আশ্বিনের মিষ্টি বিকেল,
নোয়ে পড়া গোধূলী বেলা
তোমার ছোট্ট বুকে ভেসে দিই আগামীর ভেলা
কী যে স্বপ্ন সুখে গড়ে যাই খেলাঘর !
এই সব ভালো লাগা বেঁচে রবে বাংলায়
সবুজ পৃথিবী শুধুই তোমার-আমার ।।