পথের ধারে আজো কাঁদে
অনাথ ধুলোয় লুটি
নিস্বজনের হাহাকারে কাঁপছে ধরার খুঁটি
আজকে না হয় ঈদকে দিলেম ছুটি ।
হাড়ভাঙ্গা সব শ্রমিক মুজুর,
হাওরবাসী ভাসছে বানে-
কোথায় গেলে পাবরে ভাই একটু রুজি রুটি
আজকে না হয় তাদের তরে ঈদকে দিলেম ছুটি ।
সবার যখন ঈদের বাজার
হচ্ছে কারিকারি
এতিম শিশু কাঁদছে বসে
জড়িয়ে মায়ের শাড়ি-
মায়ের চোখের লোনা জলে
ঈদের বেজায় ক্রুটি
সবহারাদের হাহাকারে কাঁপছে আরশ খুঁটি
আজকে না হয় ঈদকে দিলেম ছুটি ।
যুদ্ধ নামের ধ্বংস ঝড়ে
কাঁপছে ধরার খুঁটি
মসুল যেন গোটা জাহান
পথহারা সব জংগিবাদের আজ মিলেছে জুটি
আজকে না হয় ঈদকে দিলেম ছুটি ।।