চারদিকে উড়িতেছে সৃজনের অগণিত মুখ
শ্লোগানে মুখর আজ পৃথিবীর নির্মাণী হাত
প্রস্তর যুগ থেকে আরো দূর – বহু দূরে
ফুল ফলে সুশোভিত সভ্য আবাদ
তবুও জেগে ওঠে -(প্রভাতের প্রাচীর ফুঁড়ে )
মানবের হাহাকার ; আঁধারের এক কালো হাত ।
অনেক হয়েছে দেখা – প্রগতির ক্ষীপ্র ঈগল
চীনের প্রাচীর ভেঙ্গে এশিয়া – ইউরোপ আকাশ
কৃষাণের মাঠ থেকে মঙ্গলের প্রান্ত সিমায়
ইতিহাসের পাঠ থেকে দূরে – আরো বহু দূরে----
পেতেছে বসত - এক ভার্চুয়াল গহীন বাতাস ।
উড়িছে কালের ঘুড়ি প্রগতির গগনে নিঃসীম
মেলেছি স্বপ্ন ডানা মাড়িয়ে পৃথিবী আপন
বহু দূরে -----আরো দূরে গড়ে যাই আগামীর ঘর
আমিই বসিয়া দেখি স্থবির বিগত প্রহর ।
এখনো চিৎকার শুনি পৃথিবীর বুকের ভেতর
শত কোটি মানুষের উর্ধবমুখী ফরিয়াদী হাত
বাঁচার আকুতি তোলে -শানকিতে একমুঠো ভাত
শ্লোগান কোথায় হারায় ? অনাহারি বোমার আঘাত ,
বনেদি শব্দ নয় ; তীব্র শ্লোগান চাই-
নির্ঘোষিত দৃপ্ত শপথ ।
পৃথিবী যেতেছে যেন আর কোনো পৃথিবীর কাছে
গতির দেয়াল ভেঙে – মানুষের হাড়-হাড্ডি, লোমের ভেতর
ক্ষীপ্র কালের গতি ফুঁড়ে যায় চেতনার মেঘ
চিত্র কল্পে মমি হয় মানুষের মনের আবেগ ।
পৃথিবী সেজেছে আজ লাল নীল শত রুপ লেগে
জলে ভাঙা ঢেউ এক ; আমরা রয়েছি তাই জেগে –