** **
নির্ঘাত রাত্রিরা এসেছিল বলে
আজন্ম পানকৌড়ির মত
টুপটুপ ডুব দেয়া
ধারিত্রির শীতলবুকে ;
এসেছিল দিন এসেছিল রাত
তারপর বিগত হয়েছে কালের ঘড়ি
আষাঢ়ের এক পশলা বৃষ্টির মত
পানশালার আড্ডার মত-
বাসন্তি লতা আর ফুলের মতন ।
আঙ্গুলের ডগায় আর কোড়ায় কোড়ায়
মিনিট সেকেন্ড ঘন্টা
সময়ের পীঠে পা গুনে গুনে ।
প্রজাপতির রঙ্গীন ডানায়
তৃষিত প্রাণের সবটুকু ভালবাসা
সিঞ্চিত পুস্পের বুকচিরে
চেটে পুটে লুটে নেওয়া মক্ষিকা মন ।
শৈশব থেকে কৈশর
যৌবন থেকে অনন্তকালের সাধ
তাকেই আকড়িয়ে ধরা ;
মৌচাকের মৌয়ের মতন !
প্রভাতের উদয়ে ফের
সবকিছু ফিকে হয়ে এলো
স্বপ্নভাঙ্গা এক ঘুমের মতন ......
কোন এক যুবতির কল্পিত চোখ
পেতেছি বসতভীটা ডেরায় অমোঘ ।