তিনি ছিলেন বিশ্বমানবের নেতা
নিপিড়িত যত জনতার বন্ধু
খোদার দয়ার পরশে সিক্ত
প্রেমের ভরাট সিন্ধু !


তিনি ছিলেন হকের মুর্তপ্রতীক
হকের আলোক নমুনা
ন্যায়ের অটল শক্ত দেয়াল
শীসাঢালা ইটে বুনা !!

মানবতার ঐ অটল প্রাচীর
দুর্দম- দুর্মর
যে ঝড়ে ভাংগে মিথ্যা ভ্রুকুটি
দুনিয়ার অনাচার ।

তিনি ছিলেন হায় খোদার প্রেমে
সত্য পিপাসু বীর
সত্য সুন্দর, অনাবিল সুখ
বিপ্লবী পৃথিবীর !


তাঁর অভাবে মানবতা আজ
মাথা ঠুকে ঠুকে মরে
উম্মত যত আছো আজ তাঁর
জাগো ফের ঘরে ঘরে ।

কত বিপ্লবী হয়েছে গত
মুক্তি শ্লোগান ধরে ,শান্তি মিলেনি ;
খোদার দুনিয়া অনাচারে গেছে ভরে
তার আদর্শের মশাল ধরিয়া চলো যাই নতুন বদরে ।