বিশাল ক্ষুধা তাড়িয়ে বেড়াচ্ছে
সারা বনভুমিময়
বৃদ্ধ পৃথিবী দুঃখীদেরভারে -
নুহ্য হয়েছে প্রায় ।

ক্ষুধা তাড়িত  মানব  শিশুরা
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদে
পাষাণ প্রগতির  সুখের মিছিল
পাড়িদেয়  রোজ  চাঁদে ।

ক্ষুধিতের মিছিল চলে দিন রাত
জীবনের আঙ্গিনায় -
সুখের পায়রাও ভূলে গেছে ভাষা
ফিস ফিস কথাকয় ।

মানবতা  আজি কোন হাসি হাসে
খুঁজে পাইনা'ক মিল
ক্ষুধা দারিদ্র  ফুল শিশুর বুকে বুলেট বিদ্ধকরে
অনায়াসে চলে শান্তি মিছিল ।

মায়ের মুখে তাকাতে পারিনা
ফ্যাল ফ্যাল করে চায়
ঘরে ঘরে কত অসহায় পিতা
রোগে পড়ে কাতরায় ।


যুবতি  বোনের চোখের জলে
হাসি ফোটে নাকো আর
বেহায়া যৌতুক কেড়ে নিছে হাসি
কেড়েছে  সুখের ঘর ।


কতযে  শখ পুতুল কেনার
আদরের  খুকিটার-
আবদার শুনে নিরবে আঁখি ঝরে
বেকার বাবা ও মা'র ।



ক্ষুধার জ্বালায় রোল উঠেছে
পৃথিবীর কান্নার
সবুজ জমিনে ও ফলেনা ফসল
চারিদিকে বালুচর ।।