আমার ফেরার পথ আর কত রুদ্ধ মলিন
প্রাপ্তিরা অধরা আজ ,ম্লাণমুখি দিগম্বর সুখের বসন
অথচ অজস্র ফুল- জেগে রয় নক্ষ্ত্র আকাশ
বর্ষীয়সি মায়ের চোঁখ খুঁজে ফেরে নাড়িপোঁতা ধন ।
তোমাদের অজানা নয় ,বাহান্ন'র শ্লোগান মুখর পথ
ফাগুনের পলাশ নহে ; মুকুলিত সুখের বিভাস
রক্ত আকরে লেখা বর্ণমালা
দাঁড়িয়ে রয়েছ তুমি সগৌরবে
কালের নোঙর তুলে।চেতনার শহীদ মিনার ।
বছর গড়িয়ে আসে আরেকটি সকাল
আরেকটি মাস , নির্ণীত তারিখ
ক্যালেন্ডারের পাতায় দিপ্যমান-
একুশের প্রথম প্রহর ।
আমরা অর্বাচিন নহি ! খুব বেশি প্রেমিক মানুষ
জেগে উঠি , স্পন্দিত হই ;
ফুলেল মিছিলে জাগি - জাগিয়ে দিই
হৃদয় গহীনে আঁকা শহীদ মিনার .........
প্রভাত ফেরিতে ফের মুখরিত ; মৃদূ কলরব
বইয়ের সুগন্ধ ছড়ায় - বুকের মলাটে আঁকা বর্ণমালা
চাঁদের স্নিগ্ধ আভা ঠিকরে পড়ে
প্রাণের মেলার প্রাঙ্গণ টপকে
লেখক থেকে প্রকাশকের বণিকী চোঁখে ।
একদা শেষ হয় সব আয়োজন
আবারও সন্ধ্যা নামে, তমসার রাত্রী নামে
থেমে যায় কেনা-বেচা, সব কলরব
ফেনিল স্রোতে ভাসে ; ভেসে যায় বর্ণমালার মুখ-
আপিস-আদালতে কিংবা নিত্য দিনের
যত আয়োজন
ধূলো- আঁধারে হারায় , হারিয়ে যায়
চিরচেনা বর্ণমালা আমার
আমরাও প্রতিক্ষার প্রহর গুণি
আরেকটি দিন - ক্ষণ - মাসের আশায়
এভাবেই গ্রন্থিত হয় অমর একুশে -
আহা হৃদয়ে আঁকা এক শহীদ মিনার !