ক্রমশ ভঙ্গুর এক দেয়ালের পীঠে
ঠায় দাঁড়ায়ে রয় পৃথিবীর ইতিহাস
গতি তার স্থির – নিস্তব্ধ নিটোল
ওপারে নিয়ত জ্বলে অগ্নিলাভা
এশিয়া –ইউরোপের কোমল গতর

আমরা বাঁচতে চাই ।শান্তির ডানা মেলা পাখি
প্রজাপতি উড়ে যায় ; পড়ে থাকে ভস্মিভূত লাশ
মানুষের রক্ত মাংসে তৃপ্ত শকুনি উল্লাস !
তবুও পেছনে ডাকে ; শান্তির শুভ্র কপোত
ধ্বংস নিনাদে কাঁপে পৃথিবী – মানুষেরাই ডাকে কিয়ামত !



নীল হয় প্রজাপতি , নীলোক্ত বেদনা
নিজের মৃত্যু দেখি ,লাশ হয় সোনা
বিভস্য বোমায় পুড়ে আগামীর শিশু
ঝাঁকে ঝাঁকে মরে যেন এ কালের যিশু ।
তবুও শান্তি চাই শীতল বাতাস-
ভালো থেক মাঠ-ঘাট ,সুনীল আকাশ ।