ফিনকি দিয়ে রক্তনামে
আরাকানের জমিনে
তক্তে নাচে ফিরাউন আজ
কেমনে ঘুমায় মোমিনে !
মানবতার পায়রা কেন মাথা ঠুকে মরে ।
কোথায় গেল বিশ্ববিবেক?খিল কি দিল ঘরে!
ফুলের মত শিশু কেন নির্বিচারে নিঃশেষ হয়
জংগীবাদের দোহাই তুলে একি খেলা বিশ্বময় ?
বন্ধ কর মরণ খেলা,ফুলকলিকে ফুটতে দাও
দেয়াল চাপায় মরছে যারা তাদের প্রতি হাত বাড়াও
নইলে কালো আধার রাতে ঢাকবে রবি আলোর মুখ
ফুল বিহনে গুলবাগিচা ;অধরাতেই কাদবে সুখ !