আর কবে আসবে এমন  একটি খোকা
পদ্মা  মেঘনা যমুনার মত বহমান
যাঁর প্রতিটি মুহূর্ত ।
মানুষের হৃদয়ে গ্রন্থিত অজস্র পুস্প থোকা ।


জাগে গোটা মাতৃভূমি মাত্র একটি তর্জনীর ইশারায়
অগণন  জনতার অনিরুদ্ধ উচ্ছাস ,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
হৃদয়ের গহীনে গেঁথে রাখা একটি অবিনাশী শ্লোগানের চেতনায় ...............


দেখে নিক দুনিয়া ; ভীরু কাপুরুষ হানাদার
দুর্গ গড়ে ওঠে- মাঠ-ঘাট, প্রতি ঘরে ঘরে বাংলার
যে ডাকের মোহে কাস্তে-লাঙ্গল ছাড়ে মাঠের কৃষাণ
মাঝি তার রেখে দেয় দাঁড়, রমণী্রা  ভূলে যায় ঘর-সংসার  ।


ত্রাসের রাজ্যে পড়ে যায় হাহাকার, লেজগুটে পিছু হটে হানাদার
মাঠ –ঘাট , নদী প্রান্তর হৃদয় স্কেচে আঁকা প্রিয় জনতার ,
জ্বল জ্বলে ভাস্বর একটিই নাম শ্লোগান মুখর হয়
হৃদয় কন্দরে আঁকা  সেই পোষ্টার –তিনিই বঙ্গবন্ধু , স্থপতি বাংলার  ।।

(মুজিব শতবর্ষ)