আড়ালে গোপনে ডাকে ষোড়ষি যৌবন
স্মৃতির মিছিল যেথা করে সিঞ্চন
অবিকল ঘ্রাণ তারই মোহিত আপন
একুশ বছর আগে করি অবগাহন।
মুখ টিপে হাসে কোন ভোরের দোয়েল
বে লাজ বেয়ারা বাতাস পিছু পিছু টানে
খেয়ালি পরশি যেন স্মৃতিরা উঠানে,
ফিস ফিস কত কথা ভেসে আসে কানে।
নির্ঘুম যায় রাত নক্ষত্র আকাশে
মুখ তার অবিকল জোসনায় হাসে
নিপাট চুলের ভাঁজ আধারের মুখ,
অজানা তরঙ্গে নাচে গোপনের সুখ।
কবেকার হাসি তার নিটোল মসৃণ
হৃদয় গহীনে চাষে বেদনার ঋণ,
আউশের ক্ষেতে আজো কাঁচা সেই ঘ্রাণ
হা ভাতি যৌবন যেন খুঁজে সেই ত্রাণ।
স্নিগ্ধ বিকেল যেন ঠিক তার হাসিতে
চুপি চুপি ডেকে যায় তাকে ভালবাসিতে
কত দিন গেছে চলে ; কেটে গেছে রাত
বুনেছে স্বপ্ন কত হাতে রেখে হাত।
আজো হাসি আজো কাঁদি
কেটে যায় ভোর
স্মৃতি যেন নদী ঢেউ
না ফেলা নোঙর।