লোকটা ভালোই ছিল;
স্ফটিক কাঁচের ভেতর সরলিক মুখের গড়ন
ঝরাপাতার মত নিজকে ঝরিয়ে
নতুন প্রতিস্থাপনের বাসনার চোখ
এভাবেই হেঁটে ছিল মধ্যবিত্ত কোন প্রেমের নগরে ।

পৃথিবী এমন হয় ; ঢেউভাঙ্গা জলের নূপুর
প্রত্যেহ ধুয়ে দেয় ক্লান্তীর নুনের দেহ
ঘুম ভেংগে ভোর জাগে
জেগে রয় স্মৃতি বিস্তর
হয়তো রাত্রীর মত গত হয় কালের প্রহর.........



মুছে যায় সব দেনা অতি ধীর পায়ে
অস্তচল রবীর কিরণ –
তবু বেঁচে থাকে ; থেকে যায় এক মহাকাল
ঘুম ভেংগে জেগে ওঠা আগামী সকাল ।