আমরা হাঁটিতেছি আজ পৃথিবীর সিমাহীন পথে
পথ থেকে বহুদূরে- আরো দূরে প্রস্তর নগরে
ক্লান্ত অব্স্বাদ এক ভগ্ন পথিক,
ভাটিবেলা নিভুঁ নিভুঁ রবি প্রভাকরে
নেই যেন জানা তার পথের দিশা
অহর্নিশ যাত্রার নেই কোন শীতল গাহন
চৈত্রের দাবদাহ , বৈশাখের ঝড়ের মাতম
শীত - গ্রীষ্মে আর ভীজে বর্ষার মেঘ
এভাবেই মেতে ওঠা , নতুন পূরাণে
আসে দিন যায় রাত,কালের ভেলা
নারী,নদী,পাথরে ফোটে সে কুসুম
ভ্রমরের গুঞ্জনে জেগে ওঠে ভোর ।
আমরা হাঁটিতেছি শুধু পৃথিবীর পথে
থামিবার পথ নেই অজানা সৈকতে ।