আমাদের গ্রামখানী ছবির মতন
বাঁশঝাড় , গাছ ঝাড় আছে অগনন
বিহানে রবি হাসে পাখিদের ডাকে
ভেদাভেদ নেই ; সবে মিলেমিশে থাকে ।
মাঠে মাঠে অবারিত ভুট্টার ক্ষেত
ভালবেসে থাকি সেথা নেই কোন খেদ
তিস্তা সাকোয়া নদে মাছের খেলা
ছোট ছোট ছেলে মেয়ে ভাসায় ভেলা ।
ফুলফুটে পাখি ডাকে আমাদের গাঁয়ে
কৃষাণ কৃষাণী চলে দিপ্ত পায়ে
নারকেল সুপারি আছে লিচু কলা জাম
প্রকৃতির রুপসী পরি আমাদের গ্রাম ।
তাল তরমুজ আর ধান পাটে ভরপুর
প্রজাপতির উড়োউড়ি বায়ুবয় ফুরফুর
আমাদের গ্রামখানী ছবির মতন
মাটিবুকে সোনা ফলে হিরোক রতন ।।
মা -মাটি মিশে আছে আমাদের গ্রামে
যুদ্ধ -সন্ধি আর শান্তি সংগ্রামে,
আমাদের গ্রামখানী ঠিক যেন ছবি
সবুজের কবিতা লিখে প্রকৃতির কবি ।।