# #
পরশে তাহারি সোনা হল যারা
আধারে নাচিল আলো,
তৃপ্ত দীপ্তে শুষ্ক মরু
ঘোর কেটে এলো ভালো ।
পুষ্পে পুষ্পে দোল খায় যার
সুবাসিত মধু নাম,
অমানিশা কেটে জেগে ওঠে ভোর
মুখরিত ধরাধাম ।
নিপিড়িত আর নির্যাতিত
জনতার তিনি বন্ধু
হক্বের দরাজ দিল তিনি
করুনায় ভরাট সিন্ধু ।
এই তো সেই পরশ পাথর
শুভ্র সমুজ্বল -
আগমনে যার ধন্য আরশ
ধন্য ধরণী তল ।
যার পরশে শোষকের বুকে
শক্ত আঘাত হানে
শোষকের হাত, রক্ত চক্ষু -
সিক্ত করুনা গানে ।
বাতাসের আগে যে ফুলের ঘ্রাণ
ভরে যায় সব মনে,
দেশ - মহাদেশ যত জনপদ
রণে কিইবা বনে ।
চাঁদের বুকে যে নাম ভাসে
নীল আকাশের গায়
আলোতে যাহার আলোকিত হয়
মাঠ - ঘাট দুনিয়ায়।
পাষাণ সম কত যে হৃদয়
পরশে তাহার গলে,
বঞ্চিত নারী সঞ্চিত হয়
সষময় ফুলে ফলে।
মানুষে মানুষে বিভেদ ঘুচায়ে
মানুষের অধিকার -
পরশে তাহার ধন্য দুনিয়া
নেতা তিনি জনতার ।
পরশে যাহার দূরে চলে যায়
দিঘল তিমির নিশা
পথহারা সব পথ খুঁজে পায়
বিপথগামীর দিশা ।
সেই পরশ পাথর আজো খুঁজি ফের
জালিমের অবসনে -
জুলুমে পিষ্ট খোদার দুনিয়ায়
শান্তির প্রয়োজনে ।