** **
সেদিন সোনালী প্রভাত
নব জীবনের বারতা শোনালেন
টুটিয়ে সকল আঁধার কালো
শোষণ ত্রাসের তিমির রাত ।
ফুটল কত চম্পা পারুল
শুস্ক মরুর সিক্ত বুক
সিরিয়া ওমান স’বে জাগিল
আমেনার গৃহে আগামির সুখ ।
উদয় হ’ল তপ্ত মরুতে
ভোরের দীপ্ত রবি-
খুশবুতে তার কোকিল ডাকিল
পাগল কতযে কবি !
সেদিন বাজিল আলোকের গান
প্রাণে প্রাণে লাগে সুর
আরব জাগিল ঘুমহারা গানে
হেরার আলোয় হাসিল নূর ।
মানবের তরে মানবের পূজা
দ্বীনহীন সংসার –
হতে পারেনা এমনি তরো ,
বলিলেন- হাবিব খোদার !
শত সাধনায় সত্যের ডাক
দিকে দিকে আসে ঘ্রাণ
সে ডাকে পড়ে নিদারুন সাড়া
ঘরে ঘরে জাগরণ ।
মানবতা যেথা কাঁদিয়া মরিত
ইবলিশে নাচে তক্তে ,
মরু বালু স’বে লালে লাল হত-
অভাগী নারীর রক্তে –
সে সমাজে হায় তোমায় বিনে
কে করিত সাম্যের তক্তভীত
কে শোনাত মানবের বাণী
ইবলিশে ফের সত্যের গীত !
খোদার আশিশ হাবিব তুমি
শান্তি সুবাসের অগ্রদূত
তোমার মহিমায় নতুন পৃথিবী
মণি -মুক্তা তুচ্ছ ইয়াকুত ।।