মনে হবে একটু তারে দেখি
মনে হবে দারুণ দেখাদেখি
মনের ভেতর ভাব উতরালে পরে
মনের রঙ যে কত বদল ধরে।
মনে হবে তুলির ছোয়ায় রঙ
মনে হবে তরকারিতে লং
মনের আকাশ শত রঙে আঁকা
মনের পথটা কত আঁকাবাঁকা।
কোথাও মনের শাপলা-পদ্ম ঝিল
কোথাও মনের আপনা-আপনি মিল
গড়মিলের এই মনে উদাস- ধায়
বকুল ঝুপে জোনাকীর হাওয়ায়।
হলদে বিকেল লালচে হলে কভু
মনের ভেতর রঙধনুটা তবু
নানান রকম পাখির সুরে গায়
মন পাখিরে চেনা বড় দায়।