কিছু পাখিরা দেখো উড়ে গিয়ে অদৃশ্য হয়- ফিরে আসে
তারপর রোজ ভোরে আবার উড়ে যায়- ফিরে আসে
এই মাঝে পাখিদের খড়ের বাসা যেমনি পড়ে থাকে
শূণ্য শূণ্য অথবা তোমার জন্যই আমার মতো,
বিরহ ঠিক তেমনি, বিরহ ঠিক শূণ্যতা নয়।
আবার বিরহ ঠিক এমন
যেনো জন্মেছি বলাকারই মতন
শিকারীর হাতে ধৃত প্রেম আসবে না ফিরে বাঁধবো না জুটি
আমারো কি হবে ঝড় যদি হানে
সন্ধ্যায় কোনো রুক্খ বাঁশঝাড়েই যাব আশ্রয় অন্বেষণে।