চোখ থেকে যে জল ঝরে
যে আবেগ বাউল করে
যদি তার ভালোবাসা পাই- সাহ্নিধ্যে যাই
পংক্তি শুনে চোখ ভিজে, তারপর
তার প্রেম- কথামালা উতলে গেলে
হরিণের রাজ্য এসে চোখে বসে
সবুজ অরণ্য- ছায়াবিথীও ভর করে
পাথুরে পাহাড়ি ঝর্ণায় পাখিরা যেমনি
ঠোঁটের নোঙর গেড়ে শান্তির পাখা ঝাপটায়
আমিও ঠিক তেমনি তেমনি অনুভূতি পাই।
চোখ জুড়ে ছায়া-শীতল পুকুরের জল
ভালো-লাগে
একদিন যাকে মনে ধরেছিলো
তার ছবি- এলো চুল
বাতাস এলেই ওখানে নাচে
তার চোখ- সাথে কত ছল
পুকুরের জল- তেমনি পড়ে আছে।