ভন্ ভনিয়ে উড়ে যায়
মোটেও না বসে রয়,
আকাশে কে যায়?
সে তো মৌমাছি হয়।
গুন গুন গান গায়
ফুলবনে মৌমাছি ধায়।
বসে সেথা মধু খায়,
বনে যেথা ফুল রয়।

মধু খাওয়া হলে পরে,
সেথা আর নাহি উড়ে।
উড়ে তারা চাকে ধায়,
মুহূর্ত থামেনা কোথায়।
থামে তারা চাকে গিয়ে
চাক ভরে মধু দিয়ে।
রানী মৌমাছি বসে খায়,
পুরুষ মৌমাছি চাকে রয়।

শ্রমিক মৌমাছি পালন করে,
লার্ভা পিউফা হয় পরে।
পিউপা পরে মাছি হয়,
পাখা মেলে উড়ে যায়।
চাকে যা মৌমাছির রয়,
চার ভাগে ভাগ হয়।
শ্রমিক সৈনিক মৌমাছি,
সর্বদাই কাজে রাজি।

রানী পুরুষ চাকে রয়,
ডিম পাড়া কাজ হয়।
সৈনিক মৌমাছি পাহারা দেয়
শ্রমিক মৌমাছি মধু নেয়।
চাকে ভর্তি মধু থাকে,
অসময়ে কাজে লাগে।
দায়িত্ব পালন করে কারা?
মৌমাছি হল যারা।

মৌমাছির পর মানুষ এলো,
পরে মানুষ শিক্ষা নিলো-
'কর্ম ধরো কর্ম করো
কর্ম হল সার,
কর্ম না করিলে জীবন
হবে অন্ধকার'।





রচনা - 21/07/2017