অবাক চোখে
চারিদিকে
অন্ধকার আকাশে দেখি,
মিটি মিটি জ্বলে
অতি ক্ষুদ্র বলে?
না, সূর্যের চেয়েও বড়ো নাকি!
অনেক দূরে
বলবো কারে?
হিসাব তো কেউ পারবে নি,
আমরা মানুষ
নয়তো বেহুঁশ
অংক করব এক্ষুনি?
মাপে মিটার
ধরবো নি আর
আলোকবর্ষ ধরবো এবার,
হিসাব কষে
বলবো ঠেসে
'তারা, দূরে থাকবে নি আর।
মিটি মিটি জ্বলে
আলো কোথায় পেলে?
নিজের আলো আছে বলে,
তোমরা যতো
সংখ্যায় ততো
গুনতে পারবোনা তাহলে।
তারা গুলা
আগুনের গোলা
আমাদের সূর্য যেমন,
তারাই নক্ষত্র
জানে সর্বত্র
সূর্য ডুবে যখন।
উপরে থাকো
থাকো নিতো পাতালে?
না, ছড়িয়ে আছো দশ দিকে,
তোমার দরশনে
আনন্দ পাই প্রাণে মনে
প্রণাম জানাই তোমাকে।
রচনা-30/09/2021