তৃণলতা রোজ কাতর স্বরে
প্রার্থনা করে কয়,
গরু মোষ যেন মোদের
ডগা কেটে খায়।
গাছের সবুজ পাতা গুলি
বলে মনে মনে,
আমরা যেন অক্সিজেন
ছাড়তে পারি সর্বক্ষণে।
নিত্য স্তব করে
কাননের পুষ্প গুলি,
মোদের মধু পান
করে যেন ওলি।
আম জাম কাঁঠাল
সকল ফল বলে,
সার্থক হবে মোদের জনম
প্রাণীর সেবায় গেলে।
উচ্ছে বেগুন পটল আলু
সকল সবজি বলে,
জনম সার্থক হবে
মানুষ মোদের খেলে।
গাভী বলে আমার দুগ্ধ
যদি না লাগে মানব সেবায়,
বৃথা গাভী জন্ম আমার
এ মাটির ধরায়।
বলদ বলে আমার গতর
যদি না লাগে নাঙ্গল টানিতে,
বৃথা বলদ জন্ম আমার
এ মাটির ধরণীতে।
নদী বলে, আমি বইয়ে
চলি দিবা নিশি,
জীব তূষ্ট হলে
আমি সদা হই খুশি।
সমুদ্র বলে, আমার জলে
তৈরি হয় মেঘ আর বৃষ্টি,
আমি ধন্য হই সদা
ধরায় হলে সকল জীবের সৃষ্টি।
চাঁদ বলে, আমার আকর্ষণে
জোয়ার ভাঁটা হয়,
আমি ধন্য হই জ্যোৎস্নায়
যদি সকল জীব মজা পায়।
সূর্য বলে, আমি হই ধরার
সকল শক্তির আধার,
ধরা শক্তিশালী হলে
আমি সার্থক সৃষ্টি বিধাতার।
মানুষ বলে, আমি হলাম
বিধাতার অপূর্ব সৃষ্টি,
আমি যেন করতে পারি
সকল জীবের তুষ্টি।
জীব সেবা ঈশ্বর সেবা
স্বামীজি কয়,
জীব সেবা করে যেনো
মানুষের জীবন সার্থক হয়।
রচনা - 13/10/2017