সময় চলে গেলে
কে ফেরাবে তায়?
এমন কোন শক্তি
আছে কী ধরায়?

বাল্য কালে শিখতে হয়,
গড়তে হয় যৌবনে।
বার্ধক্যে সৌন্দর্য বাড়ে,
সমাপ্তি ঘটে মরণে।

সময় মতো কর্ম করো
অসময়ে নয়,
সময় চলে গেলে
হায় হায় করতে হয়।

ধরার মাঝে যত
কৃতি যশস্বী আছে,
সময়ের মূল্য তারা
অক্ষরে অক্ষরে দিয়েছে।

চন্দ্র সূর্য গ্রহ তারা
নিয়মে হয়নি হারা,
জোয়ার ভাঁটা দিনরাত
অনিয়মের সবি কুপোকাত!

সময় চিনো নিয়ম জানো
অনিয়মে কেহ নয়,
অসময়ে অনিয়মে
সবকিছুই হবে লয়।



রচনা - 18/01/2021