সময়ের নেই বিরাম
নেই কোনো বিশ্রাম,
চলার গতি থামেনা
তার গতি অবিরাম।
সে তাকায় না কোন দিকে
চলে অবিশ্রান্ত,
তার শুরু নেই শেষ নেই
নেই আদি-অন্ত।
সে ধরা দেয় না কাউকে
ধরা দেয় শুধু কাজে,
এমন দৃষ্টান্ত আছে
অজস্র, এ বিশ্ব মাঝে।
সময় ধরা পড়েছে বীর পনায়
কবির কল্পনায়।
ধরা পড়েছে সাধকের সাধনায়
শিল্পীর চিত্রকলায়।

কোনারকের সূর্য মন্দির অজন্তা
ইলোরার সুন্দর ছবি গুলি,
মাথা পেতে নিতে হয় মোদের
সেকালের শিল্পীর চরণ ধুলি।
সিন্ধু হরপ্পা যুগের সীলমোহর
মুদ্রা সুন্দর স্নানাগার,
এ যুগের মানুষের দৃষ্টি
নজর কেড়েছে সবাকার।

সত্যযুগ ধরা পড়েছে মহিষাসুর আদি
হিরণ্যকশিপুর বীর পনায়,
সে যুগ আরো সুন্দর হয়েছে
ভক্ত প্রহ্লাদের কৃষ্ণ প্রেম সাধনায়।
ত্রেতা যুগ ধরা পড়েছে মহামুনি
বাল্মীকির কঠোর সাধনায়,
রাম রাবণের যুদ্ধ কাহিনী
বর্ণিত হয়েছে রামায়ণ রচনায়।
ত্রেতা যুগ ধন্য ধরাধামে
বীর হনুমানের রাম ভক্তি সাধনায়,
অমর রয়েছে বীর হনুমানের
রাম ভক্তি এ মাটির ধরায়।
দ্বাপর যুগ বাঁধা পড়েছে ব্যাসদেব
মহামুনির মহাভারত গীতা রচনায়,
দুর্যোধনে বধি ধর্ম রাজ্য হয়েছে
ধরায়, শ্রীকৃষ্ণের সারথি প্রণায়
কলিযুগে আইলেন শ্রী চৈতন্য মহাপ্রভু
হরিনাম বিতরণে জীবে প্রেম জাগরনে,
বিশ্বের সকল জীব মজিলেন
ঠাকুর রামকৃষ্ণের 'কথামৃত' শ্রবণে।

মহম্মদ যীশু খ্রীষ্ট ভগবান বুদ্ধ
মানব হিতে করলেন কত সাধনা!
বিশ্ববাসীর মনে শান্তি আননয়নে
আমরা তাঁদের ভুলবো না।
পাশ্চাত্যের মহাকাব্য দুটি
ইলিয়াড ওডিসি, হোমার না থাকলে পরে
এসব হতো কী?
জেমস ওয়াট নিউটন এডিসন
করলেন কত সাধনা,
জগদীশ বসুর উদ্ভিদ তত্ত্ব
বিশ্বজগৎ ভুলবে না।

দীর্ঘদিন ধরে সারাবিশ্ব ঘুরে
স্বামীজী ফিরলেন বিশ্ব জয় করে,
রামকৃষ্ণ মিশন, জ্ঞানের বাণী,ক্ষুধার অন্ন
আর্তের সেবা দিতে মূর্খ দরিদ্রের ঘরে ঘরে।
বাংলা সাহিত্যে কাব্য কবিতায়
কবিগুরুর ছিল অদ্ভুত কল্পনা,
গীতাঞ্জলি না লিখলে' পরে
নোবেল পুরস্কার হতো না।
সত্যের পূজারী মহাত্মা জি
করলেন প্রচার অহিংসার বাণী
চিত্তরঞ্জন দাস ছিলেন
ভারত খ্যাত দানি।
রামমোহন রায় পৌরুষে ভরা হয়,
তিনি অন্যায়ে নয়, সর্বদাই ন‍্যায়ে রয়,
সতীদাহ প্রথা রোধ, ন‍্যায় সত্যকে গ্রহণ
এগুন তাঁর চিরকালই রয়।
বালিকা বিদ্যালয় স্থাপন,নারীর
দুঃখমোচন, বিধবা বিবাহ প্রচলন,
ভগিরথ তুল‍্য পূণ্য অর্জন করলেন
বিদ্যাসাগর,এ মর্ত ভুবন।

অশোক আকবর ছিলেন মহান
প্রজাহিতে কত কী করলেন,
সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতি আনয়নে
দীন-ই-ইলাহী বানালেন।
বাল্যকালে দুঃখ মিয়া
দোকানে বেচতেন টি
বিনা সাধনে 'বিদ্রোহী' কবি
হতে পারতেন কী?
বাঙালির ঘরে ঘরে
নারী শিক্ষা বিস্তারে
বেগম রকেয়া উজ্জ্বল তারা
বালিকা বিদ্যালয় স্থাপন বহু পুস্তক লিখন
নারী শিক্ষার বিরুদ্ধে যারা।
ইন্দ্রজি ছিলেন অতীব মহান
পরাজিত হলেন ইয়া হিয়া খান
ত‍্যাগ, ধৈর্য ও মহান আদর্শে
মুজিবর বাংলাদেশ বানান।
বঙ্গমাতার উন্নয়নে,মমতাজি
করলেন কত সাধনা,
'কন্যাশ্রী' না করলে পরে
'বিশ্ব সম্মান' পেতেন না
দেশ দশের উন্নয়নে
কত সাধনা করলেন মোদীজি,
বিশ্বমাঝে 'যোগ দিবস'
পালিত হতো কি?

অধরা সময়ে অসীম ক্ষমতা ধরা
পড়েছে মহামানবের সাধনায়,
ধন্য সাধনা পূন‍্য ধরাধামে, বিশ্ববাসী
নতশিরে প্রণাম জানায় তোমায়।






রচনা - 14/09/2017