সকাল হলে সূর্য উঠলে
ছুটছে ডেকে কাজের দিকে
চলছে সবাই দলে দলে,
মাঠের মাঝে ক্ষেতের কাছে
চাষী ভায়েরা আনন্দে তারা
করছে চাষ স দল বলে।
ক্ষেতের মাঝে ধান ফলেছে
শাক সবজিতে ভরে উঠেছে
সোনার ফসল ফলেছে মাঠে,
চাষী ভায়েরা কাটছে ধান
আনন্দেতে গাইছে গান
উঠছে ক্ষেত-খামারে হাটে।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!
সকাল হলে ছাত্র-ছাত্রী চলে
বই পিঠে জোরে জোরে হাঁটে
রঙ বেরঙের পোশাক পরে তারা,
লও যত্ন পাবে রত্ন
উঠছে বেলা করোনা হেলা
তারাই তো তারা! তারা যারা!
বড় হবে মানুষ হবে
কত সুন্দর দেখতে লাগবে
পৃথিবীটা হয়ে উঠবে ফুল,
কেউবা ডাক্তার কেউ বা অফিসার
কেউ বা হবে ইঞ্জিনিয়ার
সবার মধ্যে জ্ঞান হলো মূল।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!
সকাল হলে হাট-বাজার চলে
দোকান প্রসারি আছে সারি সারি
জমে ওঠে বহু লোকের ভিড়,
চলে বেচাকেনা কিছু যায় না শুনা
শাড়ি কিনছে টাকা গুনছে
মালের গাড়ি চলছে হিড় হিড়।
কত শাকসবজি কত ফল-ফুলারী
সোনা রুপার গহনা যায়না গুনা
লাভ-লোকসানের হিসাব আছে মাথায়,
চাল ডাল চুন নুণের কি গুন
কই মাগুর পোনা কত পাখির ছানা
এতো সুন্দর দৃশ্য মিলবে বলো কোথায়?
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!
সকাল হলে রাস্তায় চলে
কত গাড়ি পাসে দালান বাড়ি
বাস বাইক ট্যাক্সি অটো মেট্রো লরি,
যত রেলস্টেশন যাত্রীদের প্রসেশন
যাচ্ছে দূর-দূরান্তে অন্য প্রান্তে
কলকাতা মুম্বাই হাওড়া চেন্নাই খুব জরুরী।
ভ্রমণের সাধ যাবে না বাদ
তার জন্য রয়েছে লাক্সারি বাস
এছাড়াও রয়েছে দূরপাল্লার ট্রেন,
দেশ বিদেশ ঘুরতে পৃথিবীকে জানতে
ইচ্ছা করেন যাঁরা বাদ যাবেন না তাঁরা
বিমানবন্দরে সদাপ্রস্তুত এরোপ্লেন।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!
সকাল হলে রোগী সব চলে
পৌঁছায় হাসপাতালে বড় বড় চিকিৎসালয়
চিকিৎসা চলে চিকিৎসকের প্রেসক্রিপশনে,
সরকারি ওষুধ পাচ্ছে বেকসুর
রোগ সারছে স্বস্তি পাচ্ছে
বিধির বিধানে অনেকে যাচ্ছে শ্মশানে।
গর্ভবতী মায়েদের ভূমিষ্ঠ শিশুদের
সুস্বাস্থ্যের তরে চিকিৎসা পাচ্ছে ঘরে ঘরে
খাদ্য ওষুধের ঘাটতি কোন নেই,
স্বাস্থ্য বীমায় দুশ্চিন্তা কমায়
শান্তিতে চলে যায় দিন
অসুবিধা দেখা দিলে হাসপাতলে ভর্তি হই।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!
রচনা - 20/02/2018