গোপা গপ
ধরে ইট
ঠুক ঠাক কাটে ঠিক,
ওলোন ধরে
বসায় ইট
তাকায় নাকো কোন দিক।
বালি নেয়
সিমেন্ট দেয়
নাড়ে এদিক-ওদিক,
কড়াই গুলি
মাথায় তুলি
মশলা যোগায় ঠিক।
ইট দিয়ে
দেওয়াল গাঁথা
সেকী খাটুনি!
দিন ভর
কাজ চলে
যোগাড়িয়া টানতে পারেনি।
মশলা দিয়ে
ইট সাজিয়ে
দেওয়াল গড়ে মিস্ত্রি,
বাড়ি ঘর
রঙ লাগালে
দেখায় খুব সুশ্রী।
সারা দিন খাটি
ফিরে আসে বাটি
থাকে তারা বস্তি ঘরে,
হলে রাত
খেয়ে ভাত
ঘুমায় খুব মজা করে।
সহজ-সরল
অন্তর
যাদের আছে ভাই,
অলসতা
গাফি লতা
তাদের মধ্যে নাই।
রচনা - 01/10/2021