পাপ মুক্ত করতে ধরা জন্মগ্রহন করেন
যাঁরা,তাঁরা হলেন মহামানব,
যুগে যুগে বহু মহা মানব এসেছেন
ধরা ধামে, বধিতে দৈত্য দানব।
অন্যায় অত্যাচারে ভরা,কেমনে সইবে
ধরা, সাধু জন শঙ্কিত সর্বক্ষন,
দেশে বিচার নাই, মানুষ ভাবে
কোথায় যাই, ভয়ে কাঁপে সর্বজন-
ধরা যখন দৈত্য দানবে হয় ভরা
অন্ধাকার কুসংস্কারে আচ্ছন্ন,
মৎস্যের ন্যায় রাজত্ব চলে,মানুষ ক্ষুধায়
কাতর হয়ে বলে-'হা-অন্ন,হা-অন্ন,
সত্য যুগে হরি নৃ-সিংহ অবতার ধরি
দৈত্য হিরন্য কশিপুরে বধ করি,
ভার মুক্ত হলো ধরা, ভক্ত প্রহ্লাদের মান
রাখলেন, স্বয়ং গোলক বিহারি।
দান কর্মে মহা অহংকারী বলিরে,বধ
করিলেন হরি বামন রূপ ধরি।
স্বর্গ-মর্ত-পাতাল অধিকার করিবার তরে
মাত্র ত্রিপাদ ভূমি চাইলেন ছলনা করি।
স্বর্গ রাজ্য গ্রাসিবার তরে কী অত্যাচার,শুরু
করল স্বর্গে অসুর মহিসাসুর,
ইন্দ্র সহ সকল দেবতারে অত্যাচারী মহিসাসুর
তাড়িয়ে দিল স্বর্গ থেকে বহুদূর।
মহেশ্বর আদি সকল দেবগন আশ্রয়
নিলেন বৈকুন্ঠ বিহারী লক্ষী নারায়ন,
দৈত্য বধিবারে দেবী দূর্গার হাতে
সকল দেবগন অস্ত্র করলেন সমর্পন,
মহিশাসুর বধি দেবী দূর্গার নাম হলো
মহিশ মর্দিনী দেবী জগৎ জননী,
স্বর্গ মর্ত পাতাল শান্ত হলো,দেবগন জয়
-ধ্বনি দিলো-'জয় মা দুর্গে দুর্গতি নাশিনী;
ত্রেতা যুগে রাম অবতারে কলূষ মুক্ত
করলেন ধরা,বধি অত্যাচারী রাবণ,
সোনার লঙ্কা হলো ছারখার, পরম
-লক্ষী সীতা দেবিকে হরনের কারন।
দাপর যুগে হরি স্বয়ং কৃষ্ণ রুপ ধরি
বোকাসুর কালীয়া নাগ আদি কংস বধ করি,
ভার মুক্ত হলো ধরা , আনন্দে সখাগন
নাচতে লাগলো শ্রী কৃষ্ণকে ঘেরি।
কুরুক্ষেত্রে কালজয়ী মহাজ্ঞান তত্ত্ব গীতা উপদেশ
দিয়ে , অর্জুনের যুদ্ধ করার দিলেন আদেশ,
দূর্যধনে বধি ভীম, ধর্ম রাজ্য স্থাপিত
হলো, শ্রী কৃষ্ণের ছিলো উপদেশ।
রচনা-০৭/০৯/২০১৭