2020 র মার্চের 25 তারিখ
জারি হল ভারতের চারিদিক
লকডাউনে কি হবে উপায়?
সারাদিন ঘরবন্দি
দেহ মনে নাই শান্তি
সুখ শান্তি নিয়েছে বিদায়।

অফিস-আদালত নাই
কল কারখানার মুখে ছাই
উড়ান রেল বাস বন্ধ সর্বদাই,
পুলিশ পাহারা রাস্তায়
তালা দোকানের দরজায়
কোন কিছু কেনার উপায় নাই।

ঘরে রুগী রইলে
হাসপাতালে যেতে চাইলে
প্রাইভেট গাড়ি নিতে হবে,
মাছ সবজি মুদিখানা খোলা
ওষুধের দোকান দুবেলা
এসব ক্ষেত্রে ছাড় তোমায় দেবে।

জোন রেড অরেঞ্জ গ্রীন
এসব ভেবেছেন কোনদিন?
করোণা যুগে তা জেনে নিন
রেড জোনে গাড়ো করোনা
ঘরের বাহির হইও না
পুলিশ পাহারায় রাত দিন।

মাঝারি করো না অরেঞ্জ জোনে
জুলুম আছে প্রশাসনে
কিছু ছাড় আছে এখানে,
গ্রীন জোনে হালকা করোনা
ভিড় জমায়েত হইও না
অনেক ছাড় আছে এই জোনে।

জরুরী প্রয়োজনে
বেরুবেন যে জনে
মুখে পরবেন মুখোশ,
ছয় ফুটে দাঁড়াবেন
মনের কথা বলবেন
এতে লাগেনা কোন দোষ।

এমন রোগ করোনা
রোগী নিজেই জানে না
যারা আসবে রোগীর কাছে,
হাতে হাত ধরলে
কোলাকুলি করলে
করোণা যাবে তাদের পাছে।

করোণা রোগী হাঁচলে
জোরে কথা বললে
ভাইরাস ছড়ায় বাতাসে
মুখে মুখোশ পরলে
ছাতা মাথায় হাঁটলে
ভাইরাস আসেনা পাশে।

লকডাউন বিধি মানলে
করোণা আসবেনা কোলে
মোদের কাটবে সুখে দিন,
ওষুধ না হলে
ভ্যাকসিন না বেরুলে
হোমিও আয়ুর্বেদি পরামর্শ নিন।

লকডাউনের দিনে
প্রোটিন ডি সি ভিটামিন বিনে
প্রতিরোধ ক্ষমতা গড়বে কি?
ভিড়ের মাঝে না গেলে
সাবানে হাত ধুলে
মোরা করোণা হতে হব ফ্রি।

বহুদিন পরে
করোণা এসেছে ঘরে
মানুষকে সে খুব ভালোবাসে,
যখন ভ্যাকসিন বেরোবে
কি রোদন না করবে!
যা-মা করোনা তুই তোর দেশে।





রচনা - 27/05/2020